ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪
স্বর্ণলতার ব্যবহার

পেট ফাঁপার সমস্যা দূর করতে স্বর্ণলতার ব্যবহার

Desk | আপডেট : ১৪ অক্টোবর, ২০২০ ১২:৫৮
পেট ফাঁপার সমস্যা দূর করতে স্বর্ণলতার ব্যবহার

হলদে-সোনালি রঙের পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা। গ্রামগঞ্জে এটি শূন্যলতা বা অলোকলতা নামেও পরিচিত। নরম, সরু ও মূল-পাতাহীন এই লতার ইংরেজি নাম Giant dodder। বৈজ্ঞানিক নাম Cuscuta reflexa। ছোট ও মাঝারি উচ্চতার গাছে জড়িয়ে থাকতে দেখা যায় এ লতা। এই লতার হস্টেরিয়া নামক চোষক অঙ্গ থাকে। চোষক অঙ্গের মাধ্যমে এটি পোষক উদ্ভিদ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে। এটি একবর্ষজীবী লতা। আমাদের দেশে কয়েকটি প্রজাতি আছে। এ লতা অনেক শাখা লতা তৈরি করে পুরো গাছ জড়িয়ে ফেলে খুব কম সময়ে। ফুল থেকে ফল হয়। বীজ থেকে বংশবৃদ্ধি ঘটে। বাংলাদেশসহ পৃথিবীর উষ্ণমণ্ডলীয় এলাকার আদিবাসীদের কাছে লতাটি লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়। স্বর্ণলতার রয়েছে নানা ওষধি। এটি বায়ুনাশক ও পেটব্যথায় কার্যকর। জন্মনিরোধ ও কৃমিনাশক হিসেবে কাজ করে থাকে। স্বর্ণলতার নির্যাস পেটফাঁপা ও কোষ্ঠকাঠিন্যে দারুণ উপকারী।

আসুন তাহলে জেনে নেয়া যাক কীভাবে পেট ফাঁপার সমস্যা দূর করে স্বর্ণলতাঃ

উপকরণঃ

১। স্বর্ণলতার বীজ ১ গ্রাম
২। পানি পরিমাণমত

প্রস্তুত প্রনালী ও ব্যবহার পদ্ধতিঃ

পেট ফাঁপা তলপেটের একটি অস্বস্তিকর অবস্থা। এই অবস্থা সম্পর্কে কম বেশি সবাই জানে। হজমে সমস্যা হলে পেটে গ্যাসের সৃষ্টি হয় যার কারণেই পেট ফুলে থাকে বা ফেঁপে থাকে। এ ক্ষেত্রে ১ গ্রাম  স্বর্ণলতার বীজ পানিসহ বেটে নিন। এটি  খেলে পেট ফাঁপায় উপশম হয়। ছােটদের ক্ষেত্রে না খাইয়ে স্বর্ণলতার বীজ সেদ্ধ করে পেটের চারদিকে প্রলেপ দিলে উপকার পাবেন।

উপরে